তোমাকে আমি ভালবাসি জীবন দিয়ে।


এ জীবনের সব সাধনা তোমাকে নিয়ে।


গোলাপের পাপড়িতে যে মণি দেখা যায় সেখানে তোমার নাম লেখা।


আমি সাত-সমুদ্র্র-তের-নদী পাড়ি দিয়ে তোমার নামের কবিতা লেখব।


জলহস্তী, আদিম-ডাইনোসর যা দেখা যায় সব তোমার অর্চনা গায়।


কি কথা তুমি লিখেছিলে আমি পড়তে পারিনি তা কেবলই আমাকে ভাবায়।


এই পৃথিবীর সব মোহর একসাথ করে আমি তোমার নামে একটি 'eulogy' আঁকব।


কতকাল, কত রাত আমি সাধনা করেছিলাম তোমাকে পাইনি তুমি ছিলে 'তাজমহলের' চূড়ায়।


'ভালবাসা' এত শক্তিশালী তাকে শিকল দিয়ে বাঁধলেও ধরে রাখা যায়না।


কলমিলতা, কনক-পত্রো আমাকে দাও আমি তার বন্দনায় 'ইউছুফ-জুলেখা' রচনা করি।