ভালবাসার প্রমোদতরীতে গোসল করিয়া  আজ আমি সঙ্কীণ প্রায়।


কবে কোন ক্ষণে কার কারনে  এ নদীতে ঢেউ জেগেছিল তার খবর কেউ রাখে না।


আমি যদি একদিন যেতে পারতাম সেই তরীতে তাহলে এ জীবনের সকল গান তার পূর্ণতা পেত।


কোন বহতা নদী এসে আমাদেরকে বলেছিল এ প্রেমের গন্ধ বাতাসের ভাঁজে ভাঁজে রবে-
আমি শুধু চেয়ে চেয়ে রয়েছি- আর শুধু কল্পনা করেছি, ভালবাসা তুমি এসো এখানেে দীপশিখা জ্বালো।


আমাদের দুজনার কাহিনী স্বর্গের শেষ স্তরে ঠাঁই পেলেও কোন কিছু বলার থাকবে না।