চিরজনমে কোনকিছু হলনা পাওয়া।


শুধু যে এক বহতা নদী বয়ে গিয়েছে।


আমি যে চেয়ে রয়েছি আকাশের পানে দুপশলা বৃষ্টি হবে।


চাতক পাখি আকাশের পানে চেয়ে নিঃশ্বাস নিবে।


কত নদী, কত সাগর বয়ে গিয়েছে কেউ কথা রাখেনি।


জগৎ- জ্যোৎস্না বলেছিল সে আসবে সেও আসেনি।


কাল যে ছিল স্বপ্নে সে আজ আপন হয়ে 'চির-হারা' হয়ে গিয়েছে।


নানী,বুড়ি সবাই এক বাক্যে কথা দিয়ে কথা ঠিক রাখেনি।


আমার দুনিয়া এত অন্ধকার সেখানে ফুল ফুটেনা কেন?


আমাকে তোমরা সীসা-আগুনে কিছুক্ষণ থিতিয়ে
রাখ।