কিসের সাথে মিলাবো আমি আমার এ জীবন
সুখ দু:খ পালাক্রমে আসে চিরন্তন।
মায়ের স্নেহে কেটে যায় ছোট্ট বেলা
মেতে থাকি সারাক্ষণ নিয়ে খেলা।
যৌবন কালে প্রেমিকা এসে কাড়ে দেহ মন
তার ভাবনায় মগ্ন থাকি আমরা সারাক্ষণ।
যৌবন মাঝে কর্মের ওগো চিন্তা ঢোকে মনে
প্রতিষ্ঠিত হয় সবাই নিজ জ্ঞান -গুনে।



এই ভাবেতে চলতে থাকে জীবন গাড়িটি
এক সময়ে বৃদ্ধ হয় দেহ বাড়িটি।
মরন এসে থাবা মেলে বলে আয় আয়
চলে যেতে হয় ওগো হয়ে নিরুপায়।