স্বর্গের অপ্সরী নেমে এল ভবে
আমি যে দিশেহারা হয়ে গেছি তবে
পাখিরা মেতেছে তাই কলরবে


ধরনীতে ফুটেছে এ কোন গোলাপ
চারিদিকে চলছে প্রেম আলাপ।
একাএকা তার সাথে হয় কথা বলা
স্বপ্নের মাঝে চলে লেন-দেন খেলা।


শনশন ভনভন এ কোন আওয়াজ
চারিদিকে কিসের ঢোল বাজছে আজ,
মৌমাছি ছেড়ে সকল কাজ
উদ্দাম নৃত্যে হয়েছে নিলাজ।


যদি তিনি আনমনে একবার হাসেন
চাঁদ-তারা করে যে তার প্রেমে ধ্যান।
যদি তিনি আকাশ পানে একবার চান
আকাশ হয়ে যায় নীল আসমান।


সেই তাকে দিন রাত্রি খুঁজিয়া মরি
যদি তিনি আসেন ওগো মোর নীড়, গিরি।


যদি আমি এ জগতে তাকে নাহি পাব
পরজগতে গিয়ে বাসর সাজাব
সেই দিন হবে মোর এমন একটি  দিন
যে দিনের জন্য অপেক্ষা করে চাতকী, হরিণ।