আমার প্রিয়ার ঠোঁটে ফুল ফোটে।গায়ে ঝরে মুক্তো।চাহনীতে যেন অমানিশা খেলা করে।তাকে দেখে চারিদিকে সাইরেনেরা বেজে উঠে।কুসুম কলি বলে আমি এসেছি তোমাকে সাজিয়ে দিতে।কোথায় যেন এক অপ্রোঢ় যুবক বাঁশি বাজায়।


আমি বলি তোমার জন্ম না হলে আমার জন্ম এ জনমেই হয়ত ফুরিয়ে যেত।