যে ছবি আমি আঁকি
যে স্বপ্ন আমি দেখি
                     তুমি সেই, তুমি সেই
                      তুমি সেই, তুমি সেই।
         তুমি ছাড়া কেহ নেই
                                এমন আপন তম
              মোর বাড়ি, মায়া ঘের্।
                       তুমি সেই, তুমি সেই
                       তুমি সেই, তুমি সেই।
যতনে রাখিয়া বিধি, কহিল শুধাইয়া নিধি।

                      কি কথা আমি কই?
                      তুমি সেই, তুমি সেই।


(২) স্বপ্নের কবিতা


আরেকটি কবিতা লেখ।
সেটি সবচেয়ে সুন্দর।
সে কবিতা দেখে রবীন্দ্রনাথ বলবে, অনেক সুন্দর হয়েছে।
       সে কবিতা আমি লিখতে চেয়েছিলাম।
       সে কবিতা আজ আসল।
      যেন, আমার প্রিয়া এসেছে।


(৩) তোমাকে


তুমিও ছিলে আমিও ছিলাম কে যেন নাই
সে জনাকে খুঁজে আন
                            খুঁজিয়া বেড়াই।


(৪) খুঁজে মরি


যখন যেখানে যাই
তোমায় খুঁজে বেড়াই
তুমি কোথাও নাই
তোমায় কোথায় পাই?