তোমার বাড়ী যাব আমি হাওয়ার গাড়ি চড়ি
তুমি কাছে এসে ওগো নাওনা আপন করি।


তোমার বাড়ীর পথের ধারে ফোটে কত   ফুল
দুজন মিলে দেখব সেগুলো সর্বদা-নির্ভুল
সময় মোদের কেটে যাবে হাওয়ায় ভর করি
তুমি কাছে এসে ওগো নাওনা আপন করি।


তোমায়  নিয়ে করব গল্প সকাল,দুপুর,সাঁজে
সারাক্ষণ দুজন ব্যস্ত থাকব প্রেম-আনন্দ মাঝে
মন-বাগানে সুখের আলো খাবে গড়াগড়ি
তুমি কাছে এসে ওগো নাওনা  আপন করি।


কোন দেশেতে পাখি আছে, কোন দেশেতে গান?
সেথায় মোরা যাব দুজন বাজবে সুখের বাণ।
সেই কথাটি দিনরাত্রি নড়াচাড়া করি
তুমি কাছে এসে ওগো নাওনা আপন করি।


তোমার মাঝে আমার মাঝে এক খেলা যে হবে
সেই খেলাতে মেতে রবে পাগল সকল সবে।
সেই খেলাটির কথা শুনে আমি ভেবে মরি
তুমি কাছে এসে ওগো নাওনা আপন করি।


তোমার বাড়ি আমার বাড়ি বল কত দূর
সেইখানেতে বাজতে আছে অচীন চেনা সুর
সেই সুরেতে রত্নার মায় খায় যে গুড়-মুড়ি
তুমি কাছে এসে ওগো নাওনা আপন করি।


কেমন করে হাস তুমি কেমন করে গাও
সেই কথাটি তুমি একবার আমাকে জানাও
সেই কথাটি নিয়ে আমি খেলব কানাকড়ি
তুমি কাছে এসে ওগো নাওনা আপন করি।


ওগো তুমি সুন্দরী একবার বলে যাও
তোমার চেয়ে সুন্দরী কেউ কোথাও নয়
তাইতো তুমি এই পৃথিবীর নীল নিলাভ পরী
তুমি কাছে এসে ওগো নাওনা আপন।


যত আমি আকাশ দেখি তত লাগে ভয়
কখন জানি অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়
সেই বৃষ্টিতে আমরা দুজন করব গড়াগড়ি
তুমি কাছে এসে ওগো নাওনা আপন করি।


তুমি কখন হাসতে বের হও একবার যাও বলে
আমি একদিন সময় করে যাব যে চলে
সেথায় মোদের গল্পের কোন থাকবেনা আড়ি
তুমি কাছে এসে ওগো নাওনা আপন করি।


আকাশ ভরা তারা ছিল সাগর ভরা জল
সেই কথাটি কেমনে বলি আমি বল ছল
সেই কথা' যে আমার মনের জাহাজ ভরা গাড়ি
তুমি কাছে এসে ওগো নাওনা আপন করি।


একদিন যদি না থাকে মোর গোলা ভরা গান
সেদিন যেন যায় আমার অন্তর তিরোধান
সেই কথা কি তোমার মনে কাটেনা কোন আড়ি
তুমি কাছে এসে ওগো নাওনা আপন করি।


ঐ দেখা যায় তাল গাছ ঐ আমাদের গা
ঐ খানেতে বাস করে কানা বগীর ছা
এই কথা' কি তোমার মনে কাটেনা কোন আড়ি?
তুমি কাছে এসে ওগো নাওনা আপন করি।


সারাক্ষণ আমি ভেবে মরি কিছুই নাহি করি
এই কথা' কি তোমার মনে কাটেনা কোন আড়ি?
তুমি কাছে এসে ওগো নাওনা আপন করি।


ভালবাসার ফুল বাগানে ফুল ফুটেছে ঐ
সেই ফুলটি দেখলে আমি কি যে কথা কই!
সেই কথাটির থাকত যদি রঙ বেরঙের গাড়ি
তুমি কাছে এসে ওগো নাওনা আপন করি।


আমার শুধু ভাল লাগে নীল জবা ফুল
সেই ফুলটি যে দেবে আমায় বলব তারে, ভুল।
সেই ভুলটি হবে আমার চাঁদের দেশে' বাড়ি
তুমি কাছে এসে ওগো নাওনা আপন করি।


ভালবাসার নামকি তুমি জানতে যদি চাও
সেই নামটি জানাব আমি চড়ে ডিঙি নাও
ডিঙি নায়ের গল্প আমি   করব পথে  ফেরি
তুমি কাছে এসে ওগো নাওনা আপন করি।



তোমার বাড়ি যাব আমি হাওয়ার গাড়ি চড়ি
তুমি কাছে এসে ওগো নাওনা আপন করি।