একটি কবিতা লিখব বলে বহুদিনের প্রচেষ্টা।কিন্তু সে কবিতাটি আসে না।আমি ঢাকা, দিল্লী, নিউইয়র্ক ঘুরেছি- কিন্তু কবিতাটির কোন সন্ধান পাইনি।


( তোমরা)  আমাকে লি  বাইএর খাতাগুলো, ভার্জিলের রাফগুলো এনে দেও- আমি খুঁজে ( তাকে) বের করি।


এ পৃথিবী সৃষ্টি হয়েছে, এ ধরাধাম আলোকিত হয়েছে ; তবে কেন এক (অমোঘ) অবশিষ্ট থাকবে।


হোমার,  রুমি, দান্তে তারা কি কোন জহরের মূর্তি ছিল- তবে কেন ( "অধরা") আসবেনা।


দীন দুনিয়া, বসুংসহা জ্বালিয়ে দাও সে নিজে থেকে উঠে আসবে।