(১) তোমার তিলক


তোমার নাকের আগায় একটি তিলক আছে সেটি অনেক সুন্দর।
সেটি আমি ভালবাসি।
সেটি আরো সুন্দর হলে আরো ভাল হত।
সেটি কবে আরো সুন্দর হবে?


(২) তোমাকে চাই


তুমি তো সুন্দর, তুমি অনন্যা, তুমি অপরূপা।


তুমি তো হাসলেনা।


তুমি হাসলে কত কি হত।


তুমি হাসলে গোলাপ ফুল বলত আমার আরো সুন্দর করে ফোটার সময় হয়েছে।


(৩) চন্দন নগরের চন্দন ফুল


তুমি কি ফুল ভালবাস?
আমি চন্দন নগরের চন্দন ফুল ভালবাসি।
তোমাকে চন্দন নগরের চন্দন ফুল দেওয়া হবে।


চন্দন নগরের চন্দন ফুল কবে ফোটে?
এটি রবিবারে ফোটে।
রবিবার একটি শুভ দিন।


(৪) ফুল-৯


হাজার বছর আগে জন্ম নিয়েছিলেন মোনালিসা সেন।
তিনি আজও জীবিত।


তিনি কেন আজও জীবিত?
তিনি ফুল ভালবেসেছিলেন।


আমিও ফুল ভালবাসি।