(১) তুমি আমার অনামিকা


আবার হাসব।
আবার গাইব।
আবার বলব, তুমি আমার।
আবার হাতিরঝিল লেকের ধারে নাচতে যাইব।
আবার পদ্ম ফুল দেখলে হাতে তুলে নেব।
আবার মিসিসিপি নদীর সাথে গলাগলি খেলব।


কেন এত ভাল লাগছে?
নিশ্চয়ই কেউ এসেছে।
সে জনার নাম কত সুন্দর সে কথা জানতে বড় ইচ্ছে করে।


(২) হ্যাঁ ( প্রেমের কবিতা)


আমার জানতে বড় ইচ্ছে হয়, তুমি সুন্দর কিনা।
আমার জানতে বড় ইচ্ছে হয়, তুমি গান গাও কিনা।
আমার জানতে বড় ইচ্ছে হয়, তুমি ছবি আঁক কিনা।
আমার জানতে বড় ইচ্ছে হয়, তুমি চাঁদ দেখলে হাস কিনা।


সব কথার উত্তর মনে হয়, হ্যাঁ।


এমন একটি হ্যাঁ শোনার জন্যইতো আমি বহুদিন অপেক্ষা করেছি।