কাল যে ছিল স্বপ্নে আজ সে বাস্তবে।
কত মধুর।
যেন পশ্চিম আকাশে সূর্য হাসল।


সূর্যেরও ঠিকানার শেষ আছে।
আমার শেষ নেই।


সূর্য ও আমি একসঙ্গে বাস করি।
সূর্যকে বলি তুমি দূরে যাও।