জোছনার পাহাড় আমি তোমাকে দেব তুমি আমার হও।


'কুন্তলগিরি' পাহাড়ের পাদদেশে মাল্য ঢালিব তুমি আমার হও।


সেই যে সেই দ্বীপে ( যেখানে কোন লোক থাকেনা) আমরা দুজন একসাথ হয়েছিলাম তার কথা কে মনে রাখবে।


মিরাকল থেকে ফুল এনে আমি তোমাকে রাঙাব।


একদিন সাইকেলে করে আমরা দুজন চষে বেড়াচ্ছিলাম তুমি বললে এখননা  ( পরে)


যত জোছনা ঝরে (আকাশে), তারার আলো মিলায় সব যেন আমাদের কথা বলে।


আমরা কোন 'উর্বসী' নদীর পানি পান করেছিলাম যে নদীর পানি মিঠা।


আকাশতলে জোছনা ফুটে সেই জোছনার গায়ে আমাদের নাম লেখা।


এই আকাশের তলে ঘর বাঁধিয়া জনম জনম 'তোমা' সাধনা করিলে এ জনমের সাধনা ' রজনীগন্ধার' সুভাষ পেত।