আকাশে এক যে জ্যোতিষ্ক উদিত হয়েছে।


তার পরনে খয়েরী-লাল পোষাক।


তার হাঁটুতে একি পলিশ বাঁশরীর সুর বাজায়।



তাকে আমি দেখেছি ইন্দ্রের 'লাল' সভায়।


তাকে আমি দেখেছি সিজারের বুকের বোতামে।


তাকে আমি দেখেছি ফারাওয়ের দেয়ালিকায়।



যদি জগৎ ছিন্নভিন্ন হয়ে যায় আমি তার 'ছিট-ফোটা'
চাইব।


যদি মঙ্গলে আর ফোবোস না উঠে আমি তার 'নিকস' চাইব।


যদি আকাশে 'হরিণ' দৌড়ায় আমি বলব ঐ যে আকাশে এক 'সোম' উদিত হয়েছে।


যদি আর ধরা না থাকে, যদি আর ...................
আমি মঙ্গলে 'স্বরস্বতী' গেড়ে এক যে 'কুর্ণিশ' বসে থাকব।