(১) তুমি শুধু আমার


বলতো আকাশের চাঁদ কোথায়?
আকাশে।
তুমি কোথায়?
আমার হৃদয়ে।
তুমি এত আপন কেন!
তুমি আরও আপন হও যেন আমি ভুলে যাই পৃথিবীর অন্যান্য  সবকিছু।


(২) তোমার নামে নাম নিলাম


তোমার হাতে ফুল, তোমার দাঁতে ফুল, তোমার কাতে ফুল?
তোমার ফুল নেই কোথায়?
তোমার ফুল সবখানে।
এত ফুল তুমি পেলে কোথায় আমাকে বল সেখান থেকে একটি ফুল নিয়ে আমি আমার গলায় গাঁথব যেন আমি তোমার সাথী হতে পারি।


তোমার সাথী হলে কি হবে?
আমার কোন দুঃখ থাকবেনা।
সে দুঃখের জন্য কে কেঁদেছিল?