(১) তুমি সুন্দর


তোমার নাম সুন্দরী।


তোমার এ নাম রেখেছিল কে?
জন কীটস্।


জন কীটস্ বেঁচে থাক্।


(২) আমি তোমাকে দেখেছি


তোমাকে দেখার পরে একটি কথাই মনে হয়, তুমি কত সুন্দর!
তুমি যদি সুন্দর না হতে আমি মরে যেতাম।
তুমি এত সুন্দর যে আমার উড়াল দিতে ইচ্ছে করে।


তোমাকে দেখার পরে একটি ফুল দিতে মন চায়।
সে ফুলটি আমি কোথায় পাব?
সেটি যদি মিশর থাকে আমি মিশর যাব সেটি আনতে।


তোমাকে দেখার পরে একটি কবিতা লিখতে ইচ্ছে করে।
সেটি কি?
বিখ্যাত কবিতা The Rose  ।
আমি যেমন করেই হোক সেটি লিখব।।


তোমাকে দেখার পরে আমার কেবলই একটি হাসি হাসতে ইচ্ছে করে যে হাসি দেখে সবাই চেয়ে থাকবে।


তোমাকে দেখার পরে আমার একটি কবুতর দেখতে ইচ্ছে করতেছে যে কবুতর দিনরাত বাক-বাকুম শব্দ করে, আর  সে শব্দে গভীর ঘুম আসে।


তোমাকে দেখার পরে আমাদের পাড়ার হিমানীকে একটি চুমু দিতে ইচ্ছে করে যে হিমানী অনেক সুন্দর করে কথা বলে।


তোমাকে দেখার পরে আমার তাজমহল দেখতে ইচ্ছে করে যেটি অনবদ্য প্রেমের প্রতীক।


তোমাকে দেখার পরে আমার উত্তর বঙ্গের একটি রাফলেসিয়ার কথা মনে পড়ে যে দীঘল পাতা মেলে চারিদিকে চেয়ে থাকে।


আমি আকাশ ভালবাসি আকাশ দেখাও। আকাশ দেখলেও বলব তোমার মত কাউকে দেখিনি।

যে রক্তগোলাপ দিনরাত হাসে সেও তোমার গল্প শোনার প্রতীক্ষা করে।