তোমায় নিয়ে কত স্বপ্ন জাগে এই মনের মাঝে
দিবানিশি তোমায় ভাবি মন বসেনা কোন কাজে
তোমায় নিয়ে কত স্বপ্ন জাগে এই মনের মাঝে


তোমার ছবি আঁকব বলে
জাগি আমি সকাল, দুপূর, সাঁজ, বিকেলে
এভাবে সময় মোর যায় যে চলে
সময় নিয়ে কিছু ভাবিনা
তুমি হলে মোর মূল সাধনা
সবকিছু আমি ছাড়তে পারি যদি তুমি থাক মোর দর্'য়াজে
তোমায় নিয়ে কত স্বপ্ন জাগে এই মনের মাঝে
তোমায় নিয়ে কত স্বপ্ন জাগে এই মনের মাঝে
দিবানিশি তোমায় ভাবি মন বসেনা কোন কাজে
তোমায় নিয়ে কত স্বপ্ন জাগে এই মনের মাঝে
( বিশেষ দ্রষ্টব্য: এখানে দর্'য়াজ শব্দটি ফার্সী দরওয়াজা শব্দ থেকে নেওয়া হয়েছে যার বাংলা অর্থ দরজা)