(১) ভালবাসা একরাশ রক্তজবা


তুমি আমার সুন্দর, তুমি আমার কবিতা।
অথচ তুমি আমার হলেনা।


কেন তুমি আমার হলেনা?
তোমার নাকের আগায় একটি চুল আছে।


তুমি সে চুলটি ছিঁড়ে ফেল।


(২) আকাশের গায়ে কত তারা


সেদিন তুমি আমার ছিলেনা, তুমি ছিলে অন্যের; বলতে কথা অন্যের হয়ে।


আজ তুমি আমার, আজ কত ভাল লাগে।


এমনি করে চিরদিন তুমি আমার থেকো।


(৩) তোমার নাম সুন্দর তাই তোমাকে ভালবাসি


যখন ফুল ফুটে হাসি, যখন চাঁদ উঠে হাসি।


হাসিনা কখন?
তোমাকে দেখলে।


কেন?
তোমার নাকের নাকফুলটি সুন্দর নয়।


তুমি একটি সুন্দর নাকফুল পর।