(১) ভালবাসা ফুল বাগানের ফুল


বনের হরিণীর কাছে প্রশ্ন ছিল, তুমি কি চাও?
ভালবাসা।
পথের ভিখারির কাছে প্রশ্ন ছিল, তুমি কি চাও?
ভালবাসা।
নদীর বকের কাছে প্রশ্ন ছিল, তুমি কি চাও?
ভালবাসা।


আমিও ভালবাসা চাই।কেউ কি আমায় ভালবাসা দেবে?


(কোন একজন)- তোমার জন্য ভালবাসা আছে ঐ পাহাড়ের উপর'


আমি যেকরেই হোক - পাহাড়ের উপর উঠব।


(পাহাড়ের উপর উঠার পর) আমি এখন ভালবাসা পেয়েছি আমার এখন আর কোন চাওয়া নেই।


(২) অভিশাপ-৩


আমার মত কেউ নেই। আমি পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ।


এত দুঃখ দিয়ে আমাকে সৃষ্টি করেছেন কে?
ঈশ্বর।


সেই ঈশ্বরকে বলি, "তুমি কেন আমাকে এত দুঃখ দিয়ে সৃষ্টি করলে? তুমি ধ্বংস হতে পারনা!"


(৩) অভিশাপ -৪


সবাই বাঁচতে চায়।আমি মরতে চাই।


কেন?
আমার অনেক দুঃখ।


এত দুঃখ দিয়ে আমাকে সৃষ্টি করেছেন কে?
ঈশ্বর।


" সেই ঈশ্বরের প্রতি অভিশাপ। "