(১) ভালবাসার নীল নদ


আমি তিন দিন তিন রাত এথেন্স' ছিলাম। সেখানে একজনকে আমার ভাল লেগেছিল। কিন্তু সে আমাকে ভালবাসেনি, তাতে আমি ভীষণ দুঃখ পেয়েছি।


সে যদি আমাকে কোনদিন ভালবাসে আমি ঈগল পাখিকে বলব তুমি আরো দ্রুত উড়, ঈগল পাখি আরো দ্রুত উড়বে। তাতে কি পরিমাণ আনন্দ হবে তা আমি কেমন করে বলব!


(২) দুটি ফুল দুটি তারা


আমি  কি ফুল ভালবাসি জানতে চেওনা।শুধু জান, আমি তোমাকে ভালবাসি কিনা।
আমি তোমাকে এত ভালবাসি যে আর কাউকে ভালবাসিনা।


তোমাকে দেখলে ভাল লাগেনা নদী, হ্রদ, ঢেউ। তোমাকে আমার এত ভাল লাগে কেন তার উত্তর কি কোনদিন দেবে?


(৩)তুমি খুব সুন্দর করে হাস


তুমি দিনে কতবার হাস তার কথা আমাকে বোলো।আমি তার একটা ছবি তুলব।


সে ছবি ছড়িয়ে পড়বে সর্বত্র। সবাই বলবে, অমুকের প্রিয়া দিনে এতবার হেসেছে। তাতে আমার কি পরিমাণ আনন্দ হবে তা আমি কেমন করে বলব!


(৪) তুমি আমার নীল আকাশ


আমি চড়ুই পাখিকে  কতবার   বলেছি, তুমি আর ডেকোনা।কিন্তু চড়ুই পাখি তারপরেও ডাকলো।তাতে আমার তোমার কথা মনে পড়ল।তাতে আমার কি  পরিমাণ আনন্দ হয়েছিল তা আমি কেমন করে বলব!


আমি আবার যেদিন লংকা যাব চড়ুই পাখিকে আবার বলব, তুমি আর ডেকোনা। চড়ুই পাখি যদি আবার ডাকে আমার আনন্দ আকাশ ছোঁবে।