স্বপ্ন পাখি তুমি কোথায় আছ ?
কেমন আছ ?
খুব জানতে ইচ্ছে করে
তোমায় ছাড়া আমার কবিতা
যেন নিষ্প্রাণ দেহের মতন
তুমি আমার অচেনা ভালবাসা
আমার স্বপ্নপূরীর প্রাণ,
তোমায় নিয়ে সারা বেলা
বাঁধি প্রেমের কবিতা ও গান..
তোমায় নিয়ে কল্পনাতে
দেখেছি কত স্বপন,
তোমার ভাবনায় বিভোর যেন
আমার আত্না মন।
কত কাল হতে এই পথে
অপেক্ষাতে আছি,
হয় তো তুমি আসবে আমার হয়ে
সেই আশাতে যেন বাঁচি।
তবু আজও পাইনি আমি
তোমার দেখা হে আমার স্বপ্ন প্রিয়া,
ভাল থাকি স্বপ্ন পাখি শুধু তোমায় নিয়া
স্বপ্ন পাখি,,,,
তোমায় ভালবাসি। তুমি আমার হৃদয়ে যদি থাকো, একদিন জানি কাছে আসবে। আমি তোমার জন্যে আমার স্বপ্নপূরীটা সাজিয়ে রেখেছি স্বপ্নের সব আলো দিয়ে। তুমি হয় তো জানোনা তোমার ভাবনায় ভাল থাকাটা যেন আমার একটা অভ্যাসে পরিনত হয়েছে।
জানিনা বারবার মন কেন? বলে উঠে
স্বপ্ন পাখি আমার ভালবাসার নাম,
স্বপ্ন পাখি আমার প্রেমের নাম,
স্বপ্ন পাখি আমার সুখের নাম,
স্বপ্ন পাখি আমার শান্তির নাম,
স্বপ্ন পাখি আমার অচেনা অস্তিত্বের নাম
অচেনা স্বপ্ন পাখি তোমাকে
খুব ভালবাসি,খুব ভালবাসি,
যেখানেই থাকি ঘুরেফিরে
তোমার কাছেই ছুটে আসি হে আমার অচেনা স্বপ্ন পাখি।।।