ঝুম ঝুমা ঝুম বৃষ্টির দিনে
উচাটন মন মোর গেয়ে উঠে
নীরবে নীরবে....চুপিসারে.
যেখানে কেউ নাই নাই রে
সেখানে অকারণে স্বপ্ন পাখির
হাত ধরতে ইচ্ছে করে॥
ভালবাসা যেন আজ বৃষ্টি হয়ে ঝরে।
বড় ইচ্ছে করে থমকে যেতে তখন-
সময়কে বন্দী করে তোমার-ই সাথে।
ভালবাসার বাহু ডোরে জড়াতে তোমায়,
বর্ষা বিকেল সন্ধা বেলায়।
তাই তো অনেক কথার ছলে,
স্বপ্ন কবি বলে...
বৃষ্টি মানে জলজ বাতাসের
শীতল ছোঁয়া হিম হিম সুখ,
বৃষ্টি মানে স্মৃতির জানালায় হঠাৎ স্বপ্ন পাখির  মুখ।