স্বপ্ন পাখি,আকাশ যতটা দূর জমিন থেকে
তার চেয়ে তোমার আমার দূরত্ব ঢের বেশী কি ?
ঠিক যতটা পথ তুমি গিয়েছ
ততটা পথ পিছিয়ে রয়েছি আমি
সেইটুকু নিয়মের ব্যাতিক্রম করে
তোমাকে ভুলা হয় না আজও …
পাগলা হাওয়ার মত ;
ছুটে যাওয়া ট্রেনের মত -
সময়ের স্রোতে যেন তুমি আমি
দিনকে দিন দূরে আরো দূরে সরে যাচ্ছি
আর কত দূরত্ব বাড়িয়ে না জানি
দেবদূত হয়ে যাব তোমার স্বপ্নপূরের।।
স্বপ্ন কি সত্যি হল আজ নাকি স্বপ্নই সত্যের মতো,
যদি এ স্বপ্ন হয় তবুঃ ঘোর না কাটুক, ঘোর না কাটুক।
এতো কাছে আছো মনে হয়,
হাত বাড়ালেই ছুঁয়ে দিতে পারি!
জলের ছবির মতো স্বপ্ন যদি হয়?
ছুঁই না ছুঁই না ছুঁই স্বপ্ন ভাঙ্গার ভয়।
রাতে আর চাঁদ দেখা হয়না,
তুমি আমার রহস্যময় স্বপ্ন জানালায় দাড়িয়ে থাকো,
মনের মাঝে মেঘ ছুঁয়ে দিয়ে জাগাও শিহরণ,
দূর হতে আরো দূরে ব্যাথাময় বাঁশীর রাগিণীর মতন
বুকের গভীর থেকে গভীরে বাজো কি করুন সূরে!
কতো কাছে আছো তুমি হায়, তবু কতো দূরে!