ইচ্ছে করে উদাস হই আনমনে
হারিয়ে যাই স্বপ্ন পাখির স্বপ্নপুরে।
সীমাহীন স্বপ্নগুলো জমা দিয়ে আসি ক্ষণিকের জন্য।
হয়তো কোন এক অজানা সময়ে আবারও
গচ্ছিত স্বপ্নগুলো ফিরিয়ে আনবো চুপিসারে।
জানবে না কেউ, বুঝবে না কেউ,
দেবো না কাউকে জানতে, কাউকে বুঝতে।
কেন আমি এই স্বপ্ন গুলোকে এতো বেশি ভালবাসি?
বাস্তবতার ভীরে, কোন এক অজানা সুরে,
স্বপ্ন পাখির ভাবনায়-
আমার স্বপ্নগুলোকে দিই উড়িয়ে।
জানবে না কেউ, বুঝবে না কেউ,
দেবো না কাউকে জানতে, কাউকে বুঝতে।
কেন আমি এই স্বপ্নগুলোকে
এতো সযত্নে লালন করি?
কেন আমি স্বপ্নগুলোকে এতো বেশি আগলে রাখি?