স্বপ্ন'যখন তুমি ছিলে না
ভালই তো ছিল,
কোমল একটা হৃদয় ছিল
সে একাই সাধু ছিল
তার কোন সাধ্বী ছিল না ।
যাপিত জীবন ছিল
মনেরকোনে সুখ ছিল
চোখেতে ঘুম ছিল
ঘুমের মাঝে স্বপ্ন ছিল না ।
বাতাসে শান্তি ছিল
বুকেতে প্রেম ছিল
সেটা ছিল অজানা
শুধু তুমিই ছিলেনা ।
স্বপ্ন"যখন তুমি এলে
কিন্তু থাক দূরে,দূরে
তোমার জন্য মনটা পুরে,
যখন স্বপ্ন এসে সবকিছু
সাজিয়ে দিলো,
তোমার কথা ভাবলেই
আমার সব এলোমেলো,
ভালই তো ছিলাম,
স্বপ্ন' যখন তুমি ছিলে না।
আর এখন স্বপ্ন আমায় পিছু ডাকে
স্বপ্ন দেয় হাতছানি,
স্বপ্ন করে মূর্খ আমায়
স্বপ্ন বানায় জ্ঞানী।