মুখে মুখে কত কিছুই বলি!
কিন্তু চাইলেই পারিনা সবখানে যেতে।
স্বপ্ন নামক হাতকড়া লেগেই আছে হাতে।
তবুও কল্পনায় কখনো কখনো
চলে যাই একেবারেই স্বপ্ন পাখি কাছে।
যেতে যেতে আবার সন্ধ্যায় ফিরি স্বপ্ন পাখি তোমার বৃত্তে।
শেষ অব্দি কিছুতেই পারিনা পৌঁছাতে তোমার কাছাকাছি!
মন পাখি একাকী বলেছিল?
কেউ আসবে!
সন্ধ্যাতারা মুচকি হাসে
কি জানি বলতে চায়,
অতশত বুঝিনা আমি
জোনাকিফুলে হারিয়ে যাই।
ছাইরঙা মেঘের ভাঁজে
তার মুখ সুবাসে ভাসে
মন পাখিটা তার নিজের অজান্তেই করে নৃত্য
বসন্ত পরাগে সুহাসিনী রাত।
তবুও আজ রাত্রির হাতে হাত সব অপেক্ষমান,
একজন শুধু বলেছিল
ইহকাল নয় তো পরকাল
দেখা হবে আমাদের!