স্বপ্নের বেড়াজালে আঁধারের বুক চিড়ে-
সম্ভাবনার রক্তিম সূর্যটা উঁকি দিলেই
আর একটি বিভাবরী মাথা তুলে দাঁড়ায়!
নিদারুণ শঙ্কায় গুমরে উঠে বুক,
সুবিন্যস্ত স্বপ্নগুলো নিমেষেই লুটিয়ে পড়বে পথে
এ চরম সত্য জেনেও স্বপ্ন সাজাতে চাই,
নিগুঢ় অন্ধকার ঢেকে ফেলে চারিপাশ,
নিয়তি বলে স্বীকার করা জীবনের পরাজয় গুলো!
তবুও সামনে পা ফেলি- নীরবে এগুতে চাই দু- এক পা
এর শেষ কোথায়?প্রশ্ন জেগে হেয়ালি করে!
আমি আজ কোন পথে যাবো,কোথায় ঠেকাবো মাথা?
অচেনা স্বপ্ন পাখিকে জয় করতে
কতটুকু পথ পাড়ি জমাতে হবে?
আমি তার জানিনে কিছুই আজ
হয়তো জানাও হবেনা কোনদিন??