নিশীথে স্মৃতির দুয়ার খুলে ,
আজতো পাখি নীরবে কথা বলে ।
জীবনের কণ্টকময় পথ চলার পথে
রঙ বেরঙের সময়ের সাথে সাথে ,
মায়া এসেছিলো বুঝি নিরবে -
পাখির জীবনে একদিন ।
পাখি তাকেই খুঁজে বেড়ায়
দিনের পর দিন......।


পাখির জীবন ও চিত্ত
আজ হয়ে গেছে বিধস্ত ।
তবু মায়ার বাঁধন -
তারে কেনো ডাকো বারে বারে...?
যে পাখি ঝড়ে নীড় হারিয়ে
কেঁদেছে একেলা দূরে দাঁড়িয়ে ,
এই পৃথিবীতো তাকে দিয়েছে ফিরায়ে ।


এই পৃথিবীর মিথ্যা আশ্বাস ,
নেইতো আর পাখির কোনো বিশ্বাস ।
মায়ার বাঁধন -
তবু কেনো পাখি তোমায় খোঁজে বারে বারে??


পাখি হারিয়েছে যা কিছু কষ্টের ঝড়ে ।
হারিয়ে জীবনের সোনালী পথ
যে পাখি হয়েছে ক্ষত।


সেই পুরোনো হারানোকে -
পাখি কেন খুঁজে পায় মায়া তোমার মাঝে ?
সেই হারানো সুর ও ছন্দ -
পাখির হৃদয়ে দিয়েছিলো একটু আনন্দ ।
মায়া তোমার মনের যতো আপন ও কথা ,
পাখির মনের গোপন ব্যাথা -
একই সুরে গাঁথা হলো কি করে ?


পাখি হারিয়েছে যা কিছু কষ্টের ঝড়ে ।
হারিয়ে জীবনের সোনালী পথ
যে পাখি হয়েছে ক্ষত -
তাইতো পাখি করাছে শপথ
আর কোনোদিন পাখি ফিরবেনা
মায়ার ও ডোরে ...।
মায়ার বাঁধন -
তবূ কেন ফিরে আসো বারে বারে
পাখির জীবনের ও কিনারে ...?