মন বলে কত স্বপ্ন ছন্দের কথোপকথনে
ছন্নছাড়া হব আমি খুব গোপনে।
স্বপ্ন পাখি ছুয়ে যায় আমাকে প্রতিনিয়ত
তাকে ঘিরেই আমার পাগলামী কত শত।।
তার জন্য আমার সকল লাল গোলাপ
তাকে ঘিরে থাকে আমার শত শত আলাপ।
ছন্নছাড়া আমার মন তোকে খুঁজে সারাক্ষন
আমি তো করেছি গোপন,
স্বপ্নবিলাসী আমি তোমাকে ভালোবাসি
তোমায় নিয়ে সোহাগের ভেলায় ভাসি
মনের চাওয়া আর সহে না,,
তোমায় দূরে রেখে থাকতে যে পারি না।
ঝর ধারায় স্বপ্নগুলো তোর
উঠানে ঝরে পড়ছে,
তোমায় ঘিরে আমার স্বপন বুনন বুনছে
তুমি তো আমার জীবনের মানে,,
তুমি তো থাকো আমার মনের গহীনে।
তোমার জন্য ইচ্ছেডানা ছুটছে
বিরাট উল্লাসে,,
সব বাঁধা পেরিয়ে যাছি জীবনের উচ্ছ্বাসে।
মনোরথ সাজিয়ে তোমার ঐ মনের পানে
সীমার মাঝে অসীম তুমি,
দেখব তোমায় গোপনে।
কি করব আমি তাই তো কথার
ছলে বলেছি অলস গদ্য,,
কারণ তুমি যে আমার স্বপ্ন পাখি
আমার জীবন পদ্য  ।।