পৃথিবী হাটছে অন্তহীন পথ এ
আমি হাটছি তার সাথে।
আমার পথের সীমানা অসীম
তবু থামতে হবে জে কোন মুহুত্রে
আমার স্বপ্ন গুলো ঘুমিয়ে আছে
জেগে উঠতে চায় না যদি জেগে যাকে চায়,
পাশে না পায় সেই অচেনা স্বপ্ন!
তবে কি লাভ? ঘুমিয়ে থাক স্বপ্ন,
আমি হাটতেই থাকি,পৃথিবীরই মুহে
অসিম সীমানায় কি আছে জানিনা তবু হাটতেই হবে
কি পেয়েছি এখন,
তাও বুঝি না হয়তো আমি থাকবনা,পথ থাকবে
এই পথ এ নতুন কোন স্বপ্ন বিচরণ করবে
আমার গন্ধ সে পাবে
বুজেও না বুঝার ভান করে যাবে
আমি শুধু তাকিয়ে দেখব,
আমি যা করেছিলাম সে কি তাই করবে?
সে যাই করুক,আমি জবাব দিতে পারব না
তাতে কি সে কিন্ত এই পথেই হাটবে..…।
অজস্র আলোর মাঝেও
চোখ বোঝলেই সব অন্ধকার
এত মানুষের মাঝেও,তাই একা জীবন আমার
সবাই হাটছে,তবু আমি একা পথিক..…।
জীবনের প্রয়োজনে পথের এই পরিক্রমায়
আমার মত অনেকের স্বপ্ন এসেছিল
কারো হল অমর কারো আবার ধুলই মুছে গেছে
পথের প্রান্তরে কাহারো এসে
আবার বিশ্বাস ভেঙে,হেরেই গেছে
কেউ আবার স্মৃতির পাতায়
এই পথের নব পথিকের প্রেরনায় আছে।।