উন্মুক্ত আকাশের গায় স্বপ্নের ভাস্কর
এঁকে চলে তৈলচিত্রের শ্যমল ছায়া,
অন্তহীন মহাকালের দোলনায়
কতো ছবি দোল খায়
অমরত্বের প্রান্ত খোঁজে মোহময়ী মায়া।


হয়না শেষ সেই সব স্বপ্ন-ছবি আঁকা
চলন্ত সময়ের কালো মেঘে পড়ে যায় ঢাকা
নিভে যায় আলোকের দীপ্ত কিরণ,
অন্তহীন অন্ধকারে কালে-কালে খুঁজে ফেরে
অদৃশ্য স্বপ্ন-শিহরণ,


চলেছে কালের ঘড়ি অতৃপ্ত স্বপ্নের তরী
কাল কালান্তরে,
ছায়াহীন দীর্ঘশ্বাস বইছে বাতাস
তবুও স্বপ্ন উড়ে এই চরাচরে।