অন্তহীন নীলিমার প্রগাঢ় শূন্যতা,
আঁকাবাকা অসংখ্য অক্ষরে লিখে যায়-
অচেনা বিস্মৃত কারো কথা, চেনা কোন প্রিয় মুখ
রঙ্গীন কোন দিন অথবা প্রিয় কোন মুহূর্ত
বিবর্ণ অথচ সাদাকালো স্মৃতির নিকৃষ্ট টান
মুহূর্তেই নিরর্থক শূন্যতার তলহীন অতলে এসেও
অসমাপ্ত আর অব্যক্ত রয়।।
বর্তমান হঠাৎই অতীতের পথে চলে
বিস্মৃত স্মৃতির অতল থেকে গভীর বিষাদ নিয়ে
একটি কন্ঠের এলোমেলো শব্দ তৈরী করে
দুঃস্বপ্নময় বিভ্রম, যে বিভ্রম
অনুভূতির দেয়ালে বেখেয়ালে আঁকে
নিঃসীম রিক্ততার প্রতিচ্ছবি।
ক্লান্তি-ব্যথা আঁকে,ভয় আঁকে শুধু ঘুম, আঁকেনা
কঠিন বিষন্নতা, শুধু শূন্যতায় অবসাদ আঁকে।।