প্রেম কি জানিনা আমি
ভালোবাসা কারে কয় প্রিয়,
সেটুকুও জানা নেই
অতসব ঢোকেনা মাথায়
আশা আছে ছোটো বুকে
সেটুকুই বুঝে শুনে নিও।
আর আছে মন
এক এ খেলাতে আমার সহায় ।
ভাবছো আতেল আমি
যুগের খবর জানা নেই,
আশাহীন স্বপ্নহীন
নিষ্ঠুর বাস্তবতার যুগে এসে,
এখনো স্বপ্ন দেখছি
প্রাচীন যুগের মতো সেই।
এখনো ভাবছি আমি
জয় করা যায় ভালোবেসে
ভাবতে দোষ কি প্রিয়,
যতো রূপে পারো আজ সাজো
প্রেম ও দ্রোহের
খেলা খেলতে শিখিনি আমি আজো।