তোমায় খুজতে,খুজতে
আজ ক্লান্ত হলো মন,
কে গো তুমি বিষন্ন বেলায়
আমার প্রিয়জন ?
সময় হলে যাবো ওগো
থেকো দূরের পার,
স্বপ্ন পাখি তোমায় দেখার
জন্য মনে হাহাকার ।
স্বপ্ন ডানার পাল উড়িয়ে
এলোমেলো গান গাও,
যাবার বেলা দু-চোখে
কিছু স্বপ্ন দিয়ে যাও ।
তোমার চোখে বৃষ্টি নদী
শ্রাবন বেলার গান
স্বপ্ন মেঘের লুকোনো
সব মান অভিমান ।
স্বপ্নের ওই শেষ মোহনায়
তোমার ছোট্ট ঘর,
অজানা পথে যাচ্ছি
আমি স্বপ্নের বালুচর ।
তুমি আমার বিষন্ন বেলার
স্বপ্ন প্রিয়জন,
স্বপ্ন পাখি তোমায় এখন
বড্ড প্রয়োজন।