হৃদয়ের কল্পনায়,
ভাসো তুমি আল্পনায়,
কত যে রং এ সাজো,
বাদ্য হয়ে শুধু তুমি
আমার কানে বাজো ।
খুজেছি তোমায় তারার মাঝে,
হাজার লোকের ভীরে
খুজঁতে খুজঁতে পেলাম তোমায়
আমার স্বপ্নের ছোট্ট নীড়ে।
জানিনা তুমি কেমন আছো
স্বপ্ন নদীর তীরে।
স্বপ্ন পাখি তুমি আসবে বলে
অচেনা পথে আমি থাকাই ফিরে ফিরে।
তোমাকে নিয়ে মনের মাঝে
গড়েছি স্বপ্নের পাহাড়,
চোখেতে শুধু এলোমেলো স্বপ্ন
মনেতে অচেনা প্রেমের জোয়ার।
হৃদয়ের কল্পনায়,
ভাসো তুমি আল্পনায়,
তোমায় ভেবে ভেবে এলোমেলো
কবিতার মধ্যে আমার স্বপ্ন করি প্রকাশ,
একতরফা স্বপ্ন পাখির প্রেমে
অনবদ্ধ এক আবাস।।