অচেনা তুমি,অচেনা আমি,
স্বপ্ন প্রদীপটা যেন আজ প্রায় অস্তগামী।
বাচাল,মুখর নিশিদিন যেন আজ শব্দহীন,,
এখন তো আমরা
দুজনেই মুক্ত,দুজনেই স্বাধীন।
বদলেছো তুমি,বদলেছি আমি,
চিরচেনা সেই পথে আজ আর
না কেউ চলি, না থমকে থামি।
অচেনা হওয়ার খেলায়
আমরা দুজনেই জয়ী।
হারিয়ে যাচ্ছি আমি,
হারিয়ে যাচ্ছো তুমি,
দূর হতে দূরে বহু দুরে,
অন্ধকার হতে অন্ধকারে গভীর অন্ধকারে;
সব শেষে সেই অচেনা জীবন,
অচেনা তুমি আর অচেনা আমি?