স্বপ্ন পাখির সাথে করেছিলাম চুক্তি
বাস্তবতা দেখায়েছিল নিযুত যুক্তি
অতঃপর দেখেছি যেই লাউ সেই কদু ;
আকাশসম স্বপ্ন আকাশে ভেসে
কর্কশে ভর করে দিয়েছে ফেঁসে
যা ভাবছি যা দেখছি সব কল্পনাই শুধু ।
শত অলি-গলি শত সুর ব্যঞ্জনা
জীবনভর পাওয়া শুধুই লাঞ্ছনা
পরিস্থিতি এগিয়ে দিয়েছে স্বপ্ন রায়ের ফাঁসী ;
চলেছি যত ঐ কূলের দিশায়
বারেবার সে অকূলে ভাসায়
হাতে দিয়েছে ধরি স্বপ্ন বিষের বাঁশি ।
ভিনপথে ঘুরে যায় জীবনপথ
ঘাটে ঘাটে আসে ঘোর-বিপদ
তবুও জীবনকে করেছি স্বপ্ন পথে সোপদ।
অবশেষে চুক্তির ডাকে জীবন
স্বপ্নের সাথে বাস্তবতাকে করেছি বরণ
কেন এমন করছি জানিনা তার কারণ।
অতঃপর ব্যর্থ বিজয়ের অন্তরা ;
কাছে টানাটানি তবু বিচ্ছেদ
স্বপ্ন পাখিকে নিয়ে আমার সকল স্বপ্ন
তবুও সুখ হয়ে থাকে সে ধূধূ-অধরা।