স্বপ্নগুলো কখনো কখনো কি অদ্ভুত হয়!
আজ ইচ্ছে করেই একা একা এ নির্জন সময়
পাগল আমি কি ভাবনাই না ভাবছি!
তুমি কোথায় আর আমি বা কোথায়?
অথচ এ গভীর রাতে যখন খোলা
আকাশের নিচে দাঁড়িয়েছি,
ভাবছি- স্বপ্ন পাখি আমার পাশেই আছে,
আমার সাথেই বুঝি চাঁদ দেখছে।
জানি এ ভাবনা নিতান্তই বৃথা।
আবেগে যা কিছু ভাবি,সবই প্রগলভতা।
চাঁদ ও তোমার কি অদ্ভুত মিল বলো-
চাঁদের জ্যোৎস্না আছে,
তোমারও আছে স্বপ্ন আলো।
চাঁদের আলোয়
আলোকিত হয় গোটা পৃথিবী,
কিন্তু,তুমিও যে আলো ছড়াও আমার
মনের প্রান্ত থেকে প্রান্ত অবধি!
তুমি পাশে থাকলে
হয়তো এতক্ষণে রেগে যেতে।
অথচ তোমাকে নিয়ে
আজও ভাবতে ভাবতে
জ্যোৎস্না প্রহরী আমি
একা একা বসে আছি,
রাতের পর রাত নিদ্রাহীন কাটিয়েছি!
স্বপ্ন পাখি তুমি বোঝনি ---
আমি যদি কৃষ্ণ হই আর তুমি রাধা,
তবে দু’জনের মিলনে কেনো এতো বাঁধা?
অথচ তোমাকে-
আমাকে নিয়েই এই কবিতা।
আবার কি যেনো ভাবনায়
হঠাৎ শান্ত হয়ে গেলাম।
খানিকটা আশায়-খানিকটা ভাবনায়
অচেনা এক স্বপ্নকে মেনে নিলাম।
কি অদ্ভুত বলতো-
এই পৃথিবীতে স্বপ্ন আছে যতো
সবই তো,মানুষেরই সৃষ্টি,
তবুও স্বপ্ন পাখি বুঝেও বুঝেনা।
বাড়ছে রাতের গভীরতা,বাড়ছে নিরবতা,
দু চোখে ঘুম নেই,নির্ঘুম সরলতা।
মলিন হচ্ছে চাঁদের আলো,
নিভে যাচ্ছে তারা,
একটু পরে ভোর হবে,
স্বপ্ন পাখি দেবে উড়া।