কিছু কিছু স্বপ্ন কখনো হয়না পূরণ
তবুও মনের মাঝে সুখ দিয়ে যায় নিদারুন,
কিছু কিছু জিনিস চেয়ে পাওয়া যায় না,
তবু মানুষ চেয়ে বসে যদিও পায় না ।
চেয়ে পাওয়া যায় না, মান সম্মান সুখ,
চেয়ে পাওয়া যায় না একটা হাসি ভরা মুখ ।
অন্তর যদি দহনে পোড়ে, সুখ উড়ে শূন্যে,
জীর্ণ বেশে ধরার মাঝে থাকতে হয় নগণ্যে ।
পাওয়া কি যায় চেয়ে চেয়ে ওই প্রণয় ?
হৃদয়ের সাথে হৃদয় মিশে যদি এক না হয় ?
চেয়ে পাওয়া যায় না ধন সম্পদ বিলাস,
যদিও তার আশে অস্থির চিত্ত বড়ই উদাস ।
তবু মানুষ চায় যেন বিভোর আবেশে,
না পাওয়ার বেদনাতে কষ্ট পায় শেষে ।
অর্জন করতে হয় কিছু, দক্ষতায় মিলে দেখা,
কিছুটা থাকে মোদের এই ললাটে লেখা ।
সবকিছু ঠিক থাকলে, হয়না কিছু বর্তনময়,
দৌড় ঝাঁপ বিফলে যায় ,যে যেমন তেমনই রয় ।
বেহুদাই মানুষ সকল দাঁত খিঁচিয়ে মরে,
সুখের অন্তরালে হায় ! আঁখিযুগল অঝোরে ঝরে ।
স্বপ্ন তো এক অচিন পাখি সব শেষে রয়ে যায় সে স্বপ্নপূরে??