স্বপ্ন পাখি তুমি স্বপ্ন কবির ধ্রূবতারা
তুমি তার স্বপ্নে দেখা রাজকন্যা ।
তুমি নও তো জীবনান্দের বনলতা সেন
অথবা রবি ঠাকুরের ক্ষণিকা ।
তুমি চাঁদের রূপালি আলো
না হয় দীপ্ত কোন স্বপ্ন রেখা ।
তুমি বাসন্তী শাড়ি পরা এক ছবি
যা স্বপ্ন কবির রং তুলিতে আঁকা ।
তুমি মধ্য দুপুরে শ্যামল ছায়া
না হয় সোনালী ঊষা ।
তুমি কোকিলের মিষ্টি সুর
তুমি স্বপ্ন কবির অব্যক্ত মনের ভাষা।।