স্বপ্ন পাখি জানিনা কি কবিতা লিখব
আমার কবিতা তো এখন তুমি,
আমার স্বপ্ন ভূবনের প্রতিটি অঙ্গ যেন
কবিতার মূল যার ব্যাখ্যা অনন্ত।
তাই আমার সব কবিতা
তোমার কাছেই সীমাবদ্ধ
যখনি তুমি আমার সামনে আসো
দেখি, হাজারো কবিতার স্মরণী আমার সামনে
আর সেগুলি পড়তে পড়তে
আমি হারিয়ে যাই তোমার মাঝে
তবু যেন হয়না শেষ, হয়না বুঝা
আর অনন্তকাল তোমাকে দেখেও এর শেষ হবেনা।
তাই তোমাকেই জয় করতে পারলেই আমি স্বার্থক
তাহলেই তো হব আমি স্বপ্নকবি।।