স্বপ্ন পাখি আমি কখনো তোমাকে ভাবতে চাই নি
তবুও তুমি স্বপ্ন হয়ে এসোছো বার বার।
তোমাকে নিয়ে একটা গানও কখনো গাই নি
হয়েছো তবু তুমি আমার সুরের পারাবার।
একটা কবিতাও লিখি নি কখনো তোমায় ভেবে
হয়েছো তবু তুমি আমারই কাব্য-ভাষা।
তোমার স্বপ্ন আসে নি কখনো দুচোখে নেবে
সযতনে গোপনে তবু হৃদয়ে বেঁধেছো বাসা।
আমি একলা পথিক একলা চলি নিজেরই রাস্তায়
কোন একদিন স্বপ্নে বলেছিলে সঙ্গে নেবে আমায়?
জীবনের বাকি সবটুকু পথ চল যাই একসাথে
অনেক স্বপ্ন নিয়ে হাত রেখেছি তোমার স্বপ্ন হাতে।
আজ তোমায় ভেবে কাটে আমার মেঘলা দিন
বুকে জ্বলে বৈশাখী অনল আজ বৃষ্টি-বিহীন।
আমার কণ্ঠে আজ শুধু তোমারই গান
নেই শুধু তুমি আর সুরের কলতান।
আমার কবিতার প্রতিটি শব্দ আজ তোমারই কথা কয়
তুমি ছাড়া কবিতা?কখনো কি হয়?
আজ তুমি আছো শুধু আমার স্বপ্নতেই
হৃদয়টা বাঁচে আধমরা,অন্তরে তুমি নেই।
পথটা আছে আগের মতই আমিও একেলা
সঙ্গে নেই তুমি শুধু এই কি স্বপ্ন প্রেমের খেলা।
তোমার কথা ভাবতে ভাবতে আমার কেটেই যাচ্ছে বেলা।।