ভালোইতো সাজাতে পারো কথার পিঠে কথা
এখন বলো কোন কথাতে কতটা যৌক্তিকতা ?


তোমার কথায় মিশ্রিত থাকে অনেক ভাষার সম্ভার
এখন বলো কোন স্থানে সৃষ্টি করো কতটা জটলার?


ভালোইতো কাটছিল দিন যেমন ইচ্ছে তেমন
হঠাৎ করেই পাল্টাল সব, বীনা মেঘে বৃষ্টি ঝরে যেমন


হয়তোবা খানিক পরেই হবে সবকিছুই শান্ত
শুধু শুধুই অনেক ভেবে হই মোরা অনেক বেশি শ্রান্ত।