“বিষণ্ণ নন্দিনী”
    আরিফ আহসান
    তাং-০৯-০৭-১৯ইং


বিষণ্ণ নন্দিনী মেঘ,
নীরবতায় কেনো গো তোমার নহর?
স্বপ্নরা বিপন্নতায়-
অন্ধকার আচ্ছন্ন যে স্বপ্নের পৃথিবী;
দ্বিধায় বিষণ্ণ নন্দিনী মেঘের ছবি!


আকাশ সে তো অক্ষম,
নেই চলাচল নয় তেমন পারঙ্গম।
সিক্ত হয় তোমার পরশে
বর্ণময় চেতনার রঙিন সরসে।


সুদূর সুখের শহর-
ছবিতেই প্রিয়মুখ নন্দিনী জহর,
আলো ছায়া করে খেলা সারাবেলা;
শিশিরে ঢেকে যায় নয়ন,
রোদেলা দুপুরে শব্দের চয়ন।


বিষাদের হাতছানি-
ক্লান্তিতে জ্যোৎস্না দেয় উঁকি,
সন্ধ্যার আকাশে করে খেলা রঙিন তারা;
আঁকে জীবনের ছবি,
শুধু নীরব বাদক তুমি সখী।


রাতের আঁধারে-
বোবাকান্নার নিশুতি আওয়াজ,
হৃদয়ে বাজেনা সুখের লহর;
নিবারণ জ্বালাময়-
আকাশে বিষণ্ণ মেঘের বহর!

    ঢাকা,বাংলাদেশ।