“নিঝুম রাতের সাথি”
       আরিফ আহসান
       তাং-১৮-০৮-১৯ইং


আজও তুমিই প্রিয়তমা অন্যতম
নিঝুম রাতের সাথি
যদি ভুল পথেতে মাড়িয়ে কভু গেছে
দগ্ধতায় যেতো রাতি।


আকাশের পানে দূর গগনে ভেবেছো
জলে রেখেছো নয়ন
ক্রঁদ বন্যা কখন বর্ষণে জানি হয়
ক্লিষ্ট হৃদয় ও মন।


কতো যে ভাসিয়ে গেলো অশান্ত শ্রাবণ
মেলেছে কোঁকড়া চুল
বৃন্তচ্যুত হয়নি সজনী প্রাণখানি
করেনি তো কোন ভুল।


মুখটি গোমড়া যেই করে থাকে প্রিয়া
অণুতে হৃদয়ে মাখি
উড়েছে কাননে প্রজাপতি ঐ মিলনে
প্রেমেতে মেলেছে আঁখি।


এসেছে তোমার দুয়ারেতে ওগো তাই
নিঝুম রাতের সাথি
ঘুম ঘুম চোখেতে চোখটি মেলে দেখো
খেলিতে চড়ুইভাতি।


লজ্জাবতী তন্দ্রায় জড়িয়ে বাহুডোরে
লাজে রাঙান মুখেতে
সার্থক পরজনম ধন্য হবে ভুবন
নিঝুম আঁধার রাতে।


      ঢাকা,বাংলাদেশ।