“শিরোনামহীন”
    আরিফ আহসান
     তাং-২২-০৮-১৯ইং


অনন্তকালের নিদ্রাহীনতায়-
অবসাদগ্রস্ত যখন শরীর,
রঙিন আলোর ঝাড়বাতি ঝলকানি দিয়ে-
জ্বলে ওঠে তোমার অন্দরমহলের জলসাঘরে।
বুকেরই মাঝে অবিরাম দাউদাউ করে জ্বলে যায়,
মন-মন্দিরের আশা আকাঙ্খারা;
তোমার শাড়ীর আঁচলে-
মোড়ানো চিরকুট এর মাঝে পেয়েছি আঘাত পাথরের,
ক্ষত-বিক্ষত হয়ে রক্তাক্ত হয়েছে হৃদয়বাড়ির আঙিনা....


অশ্রুসিক্ত আকাশ-
চাঁদও তাই আজ জল-জ্যোৎস্নায় ভিজিয়ে দিলো,
বাতাসেরা আড়চোখে চেয়ে বললো
তোমার চোখের আড়ালে বিষ ছিলো!
পড়েনি তো জোড়া চোখে কোনদিন ধরা-
তোমার হৃদয় উঠানে একচিলতে মিষ্টি রাঙান রোদ্দুর?
রূপালি আকাশ তাই হাসি দিয়ে বলেছিলো,
তুই বড়ই অবুঝ;
চাইলে কি চিল হয়ে ডানা মেলে উড়া যায়?
ছুঁয়ে ফেলা যায় আকাশ কে.....


এক ঝলক-
স্বপ্নময় দুটি চোখের চাহনি বিনিময়ে,
কিনতে হয়েছে-
এক একটি নিদ্রাহীনতা রাতের যৌবন।
লাভ ক্ষতির হিসাব-
অনেক আগেই ভুলে গেছি,
এখন নিজের থেকে-
পথ পাখিদের ভালোবাসতে শিখেছি....
বেপরোয়া ঐ জীবননদী-
এখন স্তিমিত মরা-নদীর মতই,
পাড় ভাঙা শব্দে কেউ কাঁদে না এখন;
হ্যাঁ তবুও,মাঝে মাঝে ইচ্ছে হয়,কেউ একজন
নাম ধরেই ডাকুক শিরোনামহীন....


                ঢাকা,বাংলাদেশ।