তুমি যখন আমায় কবিতার কথা বলেছিলে
বসন্তের সব রঙ গুলো হাঁটু গেড়ে
বসলো দৃষ্টির সীমানায়।
হৃদয়ে গহীনে ভালোবাসা গুলো
রঙিন স্বপ্ন হয়ে দুলছে অবিরত।
কৃষ্ণচূড়ার লাল রঙ ছুঁয়ে ছিলো একতারা
মনের মাঝে ছিল বসন্তের অনুভূতি
এ যেন এক অন্যরকম ভালোলাগা।
তুমি বলেছিলে সামনে বসন্তে
ভালোবাসার গল্প শোনাবে
অপেক্ষায় অপেক্ষায় কেটে যায় দিন,
বসন্ত এলো বনে বনে পাখিরা গাইছে
বাগানের ফুলগুলো ফুটলো নানা রঙনিয়ে
তুমি এলেনা।
যখন সময় কাছে আসার—
মন উদাস করা বসন্তের সেই মাতাল সমীরণে,
আজও কল্পনায় খুঁজে বেড়াই।
তোমাকে বলা হলো না আর
এখন বসন্ত আসে নানা রঙে
অনেক ভালোবাসা নিয়ে।
কিন্তু আগের মত আর রঙিন স্বপ্ন দেখা হয়না,
ওই দূর নীল আকাশে ডানা মেলে
ফিনিক্স পাখি মত উড়ে যেতে মন চায়না
নদীর পাড়ে দাঁড়িয়ে কাশবন দেখা
এখন আর মন টানে না।
গঙ্গা ফড়িং এর নাচ দেখা আর ভালো লাগেনা।
একসাথে হেঁটে চলা
তোমার হাত দুটি ধরে বসে থাকা
এখন আর আগের মত কাছে টানে না।
তবুও বসন্ত আসে বছর ঘুরে ঘুরে-
আমার স্বপ্নগুলো বিবর্ণ আঁধারে
এলোমেলো হয়ে পড়ে থাকে রাত্রির গুহায়।
এখন কোথাও নেই তুমি আর।
বসন্ত আসে আবার চলেও যায়,
এখনো একলা আমি আমার মত রয়ে গেলাম-
বসন্ত কে সঙ্গী করে........।।