হাঁটতে হাঁটতে যৌবন পৌঁছে গেছে
বার্ধক্যের দরজায়,
অথচ এখনও বিকেলে ভোরের ফুল
তরতাজা সৌরভ ছড়ায়।
কত এলোমেলো স্মৃতি
ঠক ঠক আওয়াজ তোলে
মনের মনিকোঠায়।
কত ভালোবাসা কত আনন্দ
তরিয়ে তরিয়ে উপভোগ করেছে
ফেলে আসা যৌবন।
হিংসা করেছে কেউ কেউ
বলেছে নানান কথা
গাঁয়ে মানেনা আপনি মোড়ল,
এর মত অবহেলা পেরিয়ে
এসেছি সব বাঁধা উপেক্ষা করে।
তবু কি যেন একটা খটকা
সারাক্ষণ পেছন পেছন ঘুরে ঘুরে বেড়াত
আমি 'দূরছাই' করে উড়িয়ে দিয়েছি।
অথচ আজ মনে হয়
বিকেলে ভোরের ফুলের গন্ধ ছড়ায়
সত্যি কি গন্ধ ছড়ায়?
প্রজাপতি মৌমাছি আসে?
এসব চিন্তার মাঝে সারাক্ষণ যেন আমি
স্বপ্নের পথে হেঁটে চলেছি.......।