কাব্যিক এক রাতের অন্ধকারে ঘাম ঝরা গতর থেকে বেরিয়ে আসে স্ফুলিঙ্গ
আলাদিনের চেরাগের মত জ্বলে উঠে
নিবে যায়,
পড়ে থাকে ধুলো জমা পান্ডুলিপি মত ।
মন্দিরার গাঁয়ে ঝড় ওঠে দীপশিখায়
লন্ঠনের আলোই আঁধার ঠেলে
বেরিয়ে আসে আলোকিত এক মুখ ।
মিছিলের স্লোগানে ঘুম ভাঙ্গে না মনুষ্যত্বের
ওই রক্তঝরা পলাশের বনে থেকে-
পিচ ঢালা রাজপথে ।
হাঁটু গেঁড়ে হাতড়িয়ে খোঁজে গণতন্ত্রের মানে
অপ্রকাশিত কথাগুলো শিরোনামের মানে খুঁজে পায় টিয়ারশেল আর বুলেটের গাঁয়ে।
বুকের ভেতর কেপে ওঠে রক্ত পিণ্ড
যেন প্রতিটি কাঁচ ভাঙ্গা শব্দের মত ।
শতাব্দীর পর শতাব্দী ধরে পুড়ে যায়
হারিকেনের শোলতের মত করে...।।