তোমাকে পাবার আশায়
অনেক গুলো বছর —
অনেক গুলো বসন্ত কেটে গেছে আমার
তোমাকে পাইনি পাশে।


তোমার অভিমানের দেয়াল ভেঙ্গে
একবারও পিছু ফিরে চাওনি
আমিও অভিমান করে খুঁজিনি তোমায় ।


তেপান্তরের মাঠ পেরিয়ে মধুমতি নদীর পাড়ে
পদ্মফুল আর লাল শালুকের ভিড়ে
মাতাল করা এক অনুভুতি হৃদয় ছুঁয়ে যেত ।


দখিনা বাতাসে পালতুলে নৌকা
বেয়ে চললাম অজানা গন্তব্যে
রোজ পাড়ি দিতাম মাইল খানেক পথ
একটুখানি দেখবো তোমায় সে আশাতে।


এক পা দু পা করে এগিয়ে যেতাম আমি
রোজ তোমার বাড়ির পিছনে
বিলের চারিপাশে কাশফুলের ঝোপ
মাথা উঁচিয়ে বাতাসে দুল তো অবিরাম।


ঝিলে ফোটা পদ্ম যেন ছুঁয়ে ছুঁয়ে যেত
আমার হৃদয়ের আঙ্গিনা।
অধীর আগ্রহে চেয়ে থাকতাম আমি
তোমারি অপেক্ষায়
আজও আমি তোমারি অপেক্ষার বসে থাকি।।